সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উন্নয়ন চিত্র
১৯৯৯ সাল থেকে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম শুরু হয়। সিলেট বিভাগের আওতায় 0৪টি জেলা এবং ৪১ টি উপজেলা রয়েছে। সিলেট মূলতঃ সমতলভূমি, হাওর, পাহাড় বেষ্টিত ও চা-বাগান অধ্যূষিত অঞ্চল। নানা বৈচিত্র্যে ভরপূর ও সম্ভাবনাময় এ বিভাগে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বিভিন্নমূখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। নিম্নে সংক্ষিপ্তভাবে তা উপস্থাপন করা হলো :-
সাধারণ তথ্য :
বিভাগের নাম |
সিলেট |
আয়তন |
12,558 বর্গ কিলোমিটার |
জনসংখ্যা |
98,৭২৪৯৪ জন (প্রায়)
|
জেলা |
০৪টি |
উপজেলা |
41টি |
জেলা প্রাথমিক শিক্ষা অফিস |
০৪টি |
পিটিআই |
০৪টি |
উপজেলা শিক্ষা অফিস |
4১টি |
ইউআরসি |
৩৮টি |
সরকারি প্রাথমিক বিদ্যালয় |
৫০৫4টি |
পিটিআই পরীক্ষণ বিদ্যালয় |
০৪ টি
|
শিশু কল্যাণ বিদ্যালয় |
০৫ টি
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস